ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৬৩
নামাযের অধ্যায়
ইমামতির অগ্রাধিকার
(৬৬৩) মালিক ইবনুল হুওয়াইরিস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্য মানুষদের নিকট বেড়াতে আসে তাহলে সে যেন তাদের ইমামতি না করে। তাদের মধ্য থেকে কেউ যেন তাদের ইমাম হয়।
كتاب الصلاة
عن مالك بن الحويرث رضي الله عنه مرفوعا: من زار قوما فلا يؤمهم وليؤمهم رجل منهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান