ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৬১
ইমামতির অগ্রাধিকার
(৬৬১) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের যদি ভালো লাগে যে, তোমাদের সালাত কবুল হোক তাহলে তোমাদের মধ্যে যারা সর্বোত্তম তারাই যেন তোমাদের ইমাম হন। কারণ তোমাদের ও তোমাদের প্রভুর মাঝে তারাই প্রতিনিধি।
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: إن سركم أن تقبل صلاتكم فليؤمكم خياركم فإنّهم وفدكم فيما بينكم وبين ربكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬৬১ | মুসলিম বাংলা