আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮১২
৩০৭৭. ডোরাওয়ালা চাদর, কারুকার্যময় ইয়ামানী চাদর ও চাদরের আঁচলের বিবরণ।
৫৩৯৬। আমর ইবনে আসিম (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করলামঃ কোন জাতীয় কাপড় রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বেশী প্রিয় ছিল? তিনি বললেনঃ হিবারা- সবুজ ইয়ামানী চাদর।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন