ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৪০
সারিসমূহের পরম্পরা
(৬৪০) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা প্রথম সারি পূর্ণ করবে এরপর পরবর্তী সারি। যদি কিছু কমতি থাকে তাহলে তা শেষ কাতারে থাক।
عن أنس رضي الله عنه مرفوعا: أتموا الصف المقدم ثم الذي يليه فما كان من نقص فليكن في الصف المؤخر
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, প্রথমে সামনের কাতার পূর্ণ করতে হবে। অতঃপর কাতার পূর্ণ হতে যতটুকু ঘাটতি থাকে তা যেন শেষের কাতারে থাকে। হযরত জাবের বিন সামুরা রা. থেকে অপর একটি সহীহ হাদীসে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ স. আমাদের নিকট এসে বললেন: তোমরা কি এমনভাবে কাতারবদ্ধ হবে না, যেভাবে ফেরেশতাগণ তাঁদের রবের সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়? আমরা বললাম: ইয়া রসূলুল্লাহ! ফেরেশতাগণ তাঁদের রবের সামনে কিভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়? উত্তরে রসূলুল্লাহ স. ইরশাদ করলেন: তারা সামনের কাতারগুলো আগে পূর্ণ করে এবং গায়ে গায়ে মিলে দাঁড়ায়। (মুসলিম: ৮৫২)
