ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩৭
কাতার প্রতিষ্ঠিত করা, সোজা করা এবং সোজা করার পদ্ধতি
(৬৩৭) আনাস রা. বলেন, সালাতের ইকামত হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চেহারা মুবারক আমাদের দিকে করে ঘুরে দাঁড়ালেন এবং বললেন, তোমরা সারিগুলো সোজা করো এবং একে অপরের গায়ে গা মিশিয়ে দাঁড়াও। আমি পেছন থেকেও তোমাদেরকে দেখতে পাই।
عن أنس بن مالك رضي الله عنه قال: أقيمت الصلاة فأقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه فقال: أقيموا صفوفكم وتراصوا فإني أراكم من وراء ظهري وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه (وركبته بركبة صاحبه وكعبه بكعبه)

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, হাফিয ইবন হাজার আসকালানি বলেন, এর দ্বারা উদ্দেশ্য হল কাতার সোজা করা ও কাতারের মধ্যকার ফাঁক পূরণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬৩৭ | মুসলিম বাংলা