ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬২৭
অন্ধের জন্য জামাআতে উপস্থিতি
(৬২৭) আবু হুরাইরা রা. বলেন, এক অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমার কোনো পরিচালক নেই যে আমাকে হাত ধরে মসজিদে নিয়ে আসবে। লোকটি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আবেদন করে, যেন তিনি তাকে নিজ বাড়িতে সালাত আদায়ের অনুমতি প্রদান করেন । রাসূলুল্লাহ (ﷺ) তাকে অনুমতি প্রদান করেন যখন সে ফিরে যেতে থাকে তখন তিনি তাকে ডাকেন। তিনি বলেন, তুমি কি সালাতের আহ্বান (আযান) শুনতে পাও? লোকটি বলে, হ্যাঁ। তিনি বলেন, তাহলে আযানের জবাব দিবে (আযানের ডাকে সাড়া দিয়ে জামাআতে উপস্থিত হবে) ।
عن أبي هريرة رضي الله عنه قال: أتى النبي صلى الله عليه وسلم رجل أعمى فقال يا رسول الله إنه ليس لي قائد يقودني إلى المسجد فسأل رسول الله صلى الله عليه وسلم أن يرخص له فيصلي في بيته فرخص له فلما ولّى دعاه فقال هل تسمع النداء بالصلاة؟ قال نعم قال فأجب. أخرجه مسلم ولفظ أبي داود والحاكم: لا أجد لك رخصة

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এর ব্যাখ্যা হল, উক্ত ব্যক্তি সর্বোত্তম বিষয় বা আযীমতের বিষয়ে প্রশ্ন করেছিলেন। এজন্য রাসূলুল্লাহ (ﷺ) তাকে জামাআত ত্যাগের অনুমতি প্রদান করেন নি। অর্থাৎ জামাআতে উপস্থিত না হলে তিনি জামাআতের সাওয়াব ও মর্যাদা লাভ করতে পারবেন না। এর অর্থ এই নয় যে, তার মতো অন্ধের জন্যও জামাআতে উপস্থিত হওয়া সুন্নাতে মুআক্কাদাহ। কারণ রাসূলুল্লাহ (ﷺ) ইতবান ইবন মালিক রা.কে জামাআত পরিত্যাগের অনুমতি দিয়েছিলেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন