ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬২৫
জামাআতের উৎসাহ ও নির্দেশ প্রদান এবং জামাআত বর্জন থেকে ভীতি প্রদর্শন
(৬২৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যাঁর হাতে আমার জীবন তাঁর কসম, আমার ইচ্ছা হয় যে, আমি জ্বালানি কাঠ সংগ্রহের নির্দেশ দেব এবং সেমতো জ্বালানি কাঠ সংগ্রহ করা হবে। অতঃপর আমি সালাতের নির্দেশ দেব এবং তদানুসারে আযান দেওয়া হবে । অতঃপর একজনকে নির্দেশ দেব যে মানুষদের ইমামতি করে সালাত শুরু করবে। অতঃপর আমি তাদেরকে রেখে সে সকল মানুষের বাড়ি পুড়িয়ে দেব, যারা তখনো সালাতের জন্য বাড়ি থেকে বের হয় নি।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: والذي نفسي بيده لقد هممت أن آمر بحطب فيحطب ثم آمر بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيؤم الناس ثم أخالف إلى رجال فأحرق عليهم بيوتهم. وفي لفظ: فأحرق على من لا يخرج إلى الصلاة بعد

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের ভাষ্য মোতাবেক আযান শুনেও যারা মাসজিদে না যায় রসূল স. তাদের ঘর-বাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ধমকি দিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে, ফরয নামায জামাতে আদায় করা একান্ত জরুরী।
মুসলিম শরীফের এক বর্ণনায় উল্লেখ আছে যে, এক অন্ধ ব্যক্তি রসূল স.-এর নিকট এসে মাসজিদে না গিয়ে বাড়ীতে নামায পড়ার অনুমতি চাইলে রসূল স. তাকে অনুমতি দেননি। (মুসলিম-১৩৬১)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৬২৫ | মুসলিম বাংলা