ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬২৩
সুন্দর স্বরে কুরআন পাঠ ও কুরআন পাঠের নিষিদ্ধ পদ্ধতি
(৬২৩) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আরবদের সুরে ও স্বরে কুরআন পাঠ করবে। আর খবরদার! তোমরা পূর্ববর্তী দুই গ্রন্থের অনুসারীদের সুর এবং পাপীদের সুর বর্জন করবে।
عن حذيفة رضي الله عنه مرفوعا: اقرؤوا القرآن بلحون العرب وأصواتها وإياكم ولحون أهل الكتابين وأهل الفسق
