ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬০৯
কুরআনের সূরা ও আয়াতের পরম্পরা উল্টে পাঠ করা
(৬০৯) ইবন মাসউদ রা.কে একব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে ব্যক্তি উল্টো করে কুরআন পাঠ করে । তিনি বলেন, ওই ব্যক্তির হৃদয় উল্টো।
عن ابن مسعود رضي الله عنه أنه سئل عن رجل يقرأ القرآن منكوسا قال: ذلك منكوس القلب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৬০৯ | মুসলিম বাংলা