ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৪৫
সালাম শেষে ডানে এবং বামে ঘুরে বসা ও মুক্তাদিদের দিকে মুখ করা
(৫৪৫) আনাস রা. বলেন, আমি অধিকাংশ সময় রাসূলুল্লাহ (ﷺ) কে তাঁর ডানদিকে ঘুরতে দেখেছি।
عن أنس رضي الله عنه قال: أكثر ما رأيت رسول الله صلى الله عليه وسلم ينصرف عن يمينه
