ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৩০
শাহাদত আঙুল দিয়ে ইশারা করা
(৫৩০) আব্দুল্লাহ ইবন যুবাইর বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন দুআর জন্য বসতেন তখন তাঁর ডানহাত তাঁর ডান উরুর উপর রাখতেন এবং তাঁর বামহাত তাঁর বাম উরুর উপর রাখতেন। এবং তিনি তাঁর শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতেন এবং তাঁর বৃদ্ধাঙ্গুলি তাঁর মধ্যমার উপর রাখতেন। আর তিনি তাঁর বাম হাতের তালু দিয়ে হাঁটু আঁকড়ে ধরতেন ।
عن عبد الله بن الزبير رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا قعد يدعو وضع يده اليمنى على فخذه اليمنى ويده اليسرى على فخذه اليسرى وأشار بإصبعه السبابة ووضع إبهامه على إصبعه الوسطى ويلقم كفه اليسرى ركبته

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, তাশাহহুদের সময় শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতে হবে।
ফায়দা : ইশারা কখন করতে হবে এ ব্যাপারে হানাফী মাযহাবের গবেষক ইমামগণ বলেছেন যে, يَرْفَعُهَا عِنْدَ النَّفْيِ وَيَضَعُهَا عِنْدَ الْإِثْبَاتِ. নফী তথা لاَ إِلَهَ বলার সময় উঠাবে। আর ইসবাত তথা إِلَّا الله বলার সময় নামাবে। (শামী: ১/৫০৯) আল্লামা নববী রহ. শাফেয়ী মাযহাবের আমল হিসেবেও প্রায় অনুরূপ পদ্ধতি বর্ণনা করেছেন। (শরহু মুসলিম: ১১৮৫ নম্বর হাদীসের ব্যাখ্যায়, ‘সালাতে বসা ও দুই উরুর উপর দুই হাত রাখার নিয়ম’ অধ্যায়)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৫৩০ | মুসলিম বাংলা