আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৭৯৬
৩০৬৭. জামা পরিধান করা।
৫৩৮১। সাদাকা (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা যায়, তখন তার ছেলে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসে। সে বললঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার জামাটি আমাকে দিন। আমি এ দিয়ে তাকে কবর দিব। আর তার জানাযার নামায আপনি আদায় করবেন এবং তার জন্য ইস্তিগফার করবেন। তিনি নিজের জামাটি তাকে দিয়ে দেন এবং বলেন যে, তুমি (কাফন পরানোর কাজ) সম্পন্ন করে আমাকে সংবাদ দিবে। তারপর তিনি (কাফন পরানোর) কাজ সেরে তাকে সংবাদ দিলেন। নবী (ﷺ) তার জানাযার নামায আদায় করতে এলেন। উমর (রাযিঃ) তাঁকে টেনে ধরে বললেনঃ আল্লাহ কি আপনাকে মুনাফিকদের (জানাযার) নামায আদায় করতে নিষেধ করেননি? তিনি এ আয়াতটি পড়লেনঃ তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা কর অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না কর একই কথা। তুমি সত্তরবার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদের কখনোই ক্ষমা করবেন না। তখন নাযিল হয়ঃ ওদের মধ্যে কারও মৃত্যু হলে তুমি কখনও ওদের জন্য জানাযার নামায আদায় করবে না এবং কবরের পাশে দাঁড়াবে না। এরপর থেকে তিনি তাদের জানাযার নামায আদায় করা বর্জন করেন।
