ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৯৬
মেয়েদের সাজদার পদ্ধতি
(৪৯৬) দ্বিতীয় হিজরি শতকের তাবিয়ি ইয়াযীদ ইবন আবু হাবীব (মৃ: ১২৮ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুইজন সালাত আদায়কারী মহিলার নিকট দিয়ে গমন করছিলেন। তিনি তাদেরকে বলেন, তোমরা যখন সাজদা করবে তখন তোমাদের দেহের কিছু মাংস মাটির সাথে মিলিয়ে দেবে; কারণ নারী এই বিষয়ে পুরুষের মতো নয়।
عن يزيد بن أبي حبيب أن رسول الله صلى الله عليه وسلم مر على امرأتين تصليان فقال: إذا سجدتما فضما بعض اللحم إلى الأرض فإن المرأة ليست في ذلك كالرجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৯৬ | মুসলিম বাংলা