ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৯৪
সাজদার পদ্ধতি
(৪৯৪) আবু হুমাইদ রা. রাসূলুল্লাহ (ﷺ) এর সালাত আদায়ের পদ্ধতি বর্ণনা করে বলেন, তিনি যখন সাজদা করতেন তখন তাঁর দুই পায়ের আঙ্গুলগুলো কিবলামুখি করতেন।
عن أبي حميد رضي الله عنه في صفة الصلاة مرفوعا : استقبل بأطراف أصابع رجليه القبلة
