ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৮৭
রুকুতে, সাজদায় এবং রুকু ও সাজদা থেকে উঠার পরে পূর্ণ স্থিরতা
(৪৮৭) আবু মাসউদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতের মধ্যে রুকু ও সাজদায় তার পিঠ সোজা ও স্থির না করবে ওই ব্যক্তির সালাত হবে না।
عن أبي مسعود رضي الله عنه مرفوعا: لا تجزئ صلاة لأحد لا يقيم فيها ظهره في الركوع والسجود

হাদীসের ব্যাখ্যা:

এই বিষয়ক মূল হাদীস বুখারি ও মুসলিমে সঙ্কলিত। যে হাদীসে ঠিকমতো সালাত আদায় না করায় রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে বারবার পুনরায় সালাত আদায়ের নির্দেশ প্রদান করেন এবং শেষে তাকে পরিপূর্ণ ধীরস্থির ও শান্তভাবে রুকু ও সাজদাসহ সালাত আদায়ের পদ্ধতি শিক্ষা দেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান