আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৭৯৩
৩০৬৬. চাদর পরিধান করা।
আনাস (রাযিঃ) বলেনঃ এক বেদুঈন নবী (ﷺ) এর চাদর টেনে ধরলো।
৫৩৭৮। আবদান (রাহঃ) ......... হুসাইন ইবনে আলী (রাযিঃ) থেকে বর্ণিত, আলী (রাযিঃ) বলেন, নবী (ﷺ) তার চাঁদর আনতে বললেন। তিনি তা পরিধান করেন, এরপর হেঁটে চললেন। আমি ও যায়দ ইবনে হারিসা তার পিছনে চললাম। শেষে তিনি একটি ঘরের কাছে আসেন, যে ঘরে হামযা (রাযিঃ) ছিলেন। তিনি অনুমতি চাইলেন, তারা তাদের (আমাদের) অনুমতি দিলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন