ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৩৯
কুরআন পাঠ ছাড়া সালাত নেই, সূরা ফাতিহা পাঠ ছাড়া সালাত অসম্পূর্ণ, সূরা ফাতিহা ও অন্য সূরা না পাঠ করলে সালাত হবে না
(৪৩৯) আবু কাতাদাহ রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহর ও আসরের দুই রাকআতে (দ্বিতীয় বর্ণনায়: প্রথম দুই রাকআতে) সূরা ফাতিহা ও একটি একটি সূরা পাঠ করতেন। মাঝেমাঝে আমাদেরকে একটি আয়াত শুনাতেন।
عن أبي قتادة رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم يقرأ في الركعتين من الظهر والعصر بفاتحة الكتاب وسورة ويسمعنا الآية أحيانا، وفي لفظ : في الركعتين الأوليين …. الحديث
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৪৩৯ | মুসলিম বাংলা