আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৫৩৭৫
আন্তর্জাতিক নং: ৫৭৯০
৩০৬৪. যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে চলে।
৫৩৭৫। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... জারীর ইবনে যায়দ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমরের সাথে তাঁর ঘরের দরজায় ছিলাম, তখন তিনি বলেন, আমি আবু হুরায়রা (রাযিঃ) কে বলতে শুনেছি যে, তিনি নবী (ﷺ) কে (পূর্বের হাদীসের) অনুরূপ বলতে শুনেছেন।
باب مَنْ جَرَّ ثَوْبَهُ مِنَ الْخُيَلاَءِ
5790 - ........... حَدَّثَنِي [ص:142] عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ: أَخْبَرَنَا أَبِي، عَنْ عَمِّهِ جَرِيرِ بْنِ زَيْدٍ، قَالَ: كُنْتُ مَعَ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ - عَلَى بَابِ دَارِهِ - فَقَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ
