ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৩৩
আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ চুপে চুপে বলা
(৪৩৩) আব্দুল্লাহ ইবন মুগাফফাল রা.র পুত্র বলেন, আমার পিতা শুনতে পান যে, আমি সালাতের মধ্যে (সশব্দে) 'বিসমিল্লাহির রহমানির রাহীম' বলছি । তখন তিনি আমাকে বলেন, বেটা, (এভাবে শব্দ করে বিসমিল্লাহ বলা) নব উদ্ভাবিত বিদআত। খবরদার, তুমি নব উদ্ভাবন পরিহার করবে।
عن ابن عبد الله بن مغفل قال: سمعني أبي وأنا في الصلاة أقول: بسم الله الرحمن الرحيم فقال لي: أي بني محدث إياك والحدث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৩৩ | মুসলিম বাংলা