ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৮০
সফরে আযান ও ইকামত
(৩৮০) মালিক ইবনুল হুওয়াইরিস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সফর ইচ্ছুক দুই ব্যক্তিকে বলেন, যখন সালাত উপস্থিত হবে তখন তোমরা আযান এবং ইকামত প্রদান করবে। এরপর তোমাদের মধ্যে যে বেশী বয়স্ক সে ইমামতি করবে।
عن مالك بن الحويرث رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال في الرجلين اللذين يريدان السفر: إذا حضرت الصلاة فأذنا وأقيما ثم ليؤمكما أكبركما
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৮০ | মুসলিম বাংলা