ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৭১
মাগরিব ছাড়া প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত
(৩৭১) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) মাগরিবের পূর্বে দুই রাকআত নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা. ও উমার রা. এই সালাত আদায় করতেন না।
عن إبراهيم النخعي أنه نهى عن الصلاة قبل المغرب وقال: إن رسول الله صلى الله عليه وسلم. وأبا بكر. وعمر لم يكونوا يصلونها

হাদীসের ব্যাখ্যা:

[গ্রন্থকার এখানে মাগরিবের আযান ও ইকামতের মধ্যবর্তী দু'রাকআত সালাত না আদায় করার কিছু দলীল উল্লেখ করেছেন। এর বিপরীতে অনেক বিশুদ্ধ প্রমাণিত হাদীস বর্ণিত হয়েছে, যেগুলোতে রয়েছে নবীজি (ﷺ) এ সালাত আদায় করেছেন আদায় করতে অনুমতি বা উৎসাহ প্রদান করেছেন এবং অনেক সাহাবি রা. আদায় করতেন। এবং এবিষয়ে সাহাবি, তাবিয়ি ও পরবর্তী ফকীহদের মাঝে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন মাকরুহ, কেউ কেউ বলেছেন মুস্তাহাব বা মুবাহ, সুন্নাতও বলেছেন কেউ কেউ। দেখুন: সহীহ বুখারি, হাদীস-৬২৫, ১১৮৩ ও ১১৮৪; সহীহ মুসলিম, হাদীস- ৮৩৬ ও ৮৩৭; সহীহ ইবন হিব্বান, হাদীস-১৫৮৮; আসকালানি, ফাতহুল বারি ২/১০৮-১০৯; আইনি, উমদাতুল কারি ৭/২৪৫-২৪৭; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর ১/১৪৪৫-৪৪৬; মুনাবি, ফাইফুল কাদীর ৪/ ২০২; মুবারকপুরি, তুহফাতুল আহওয়াযি ১/৪৬৬-৪৭১।-সম্পাদক]
[যাইলায়ি, মুবারকপুরি প্রমুখ মুহাদ্দিস বলেছেন, হাদীসটি মু'দাল বা অত্যন্ত দুর্বল। দেখুন: নাসবুর রায়াহ ২/১৪১; তুহফাতুল আহওয়াযি ১/৪৬৮। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৭১ | মুসলিম বাংলা