ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৩১
নামাযের অধ্যায়
সালাত পালনে অবহেলা
(৩৩১) ইবন আব্বাস রা. বলেন, পরবর্তী সালাতের ওয়াক্ত না আসা পর্যন্ত পূর্বের সালাত বিনষ্ট হবে না।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما قال: لا يفوت صلاة حتى يجيئ وقت الأخرى
tahqiqতাহকীক:তাহকীক চলমান