ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩০১
সালাতের ওয়াক্তসমূহের বিবরণ
(৩০১) উবাইদ ইবন জুরাইজ বলেন, তিনি আবু হুরাইরা রা.কে প্রশ্ন করেন, ইশার সালাতের অবহেলার চূড়ান্ত পর্যায় কী? তিনি বলেন, সুবহে সাদিকের উদয় হওয়া।
عن عبيد بن جريج أنه قال لأبي هريرة رضي الله عنه: ما إفراط صلاة العشاء؟ قال: طلوع الفجر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩০১ | মুসলিম বাংলা