ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৯৬
সালাতের ওয়াক্তসমূহের বিবরণ
(২৯৬) আব্দুল্লাহ ইবন আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যুহরের সময় সূর্য মধ্যাকাশ থেকে ঢলে পড়লে এবং যখন মানুষের ছায়া তার দৈর্ঘ্যের মতো হবে, যতক্ষণ আসরের সময় উপস্থিত না হবে। আসরের সময় সূর্য হলুদ না হওয়া পর্যন্ত। মাগরিবের সালাতের সময় দিগন্তের আলো দূরীভূত না হওয়া পর্যন্ত। ইশার সালাতের সময় মধ্যরাত্র পর্যন্ত। ফজরের সালাতের সময় ভোর উদিত হওয়া থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত ।
عن عبد الله بن عمرو رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: وقت الظهر إذا زالت الشمس وكان ظل الرجل كطوله مالم يحضر العصر ووقت العصر مالم تصفر الشمس ووقت صلاة المغرب مالم يغب الشفق ووقت صلاة العشاء إلى نصف الليل الأوسط ووقت صلاة الصبح من طلوع الفجر مالم تطلع الشمس
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৯৬ | মুসলিম বাংলা