ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৫৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পেশাবের বিষয়ে কড়াকড়ি করা ও হালাল জীবজন্তুর পেশাবের বিধান
(২৫৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কবরের অধিকাংশ আযাবই পেশাবের কারণে।
كتاب الطهارة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: أكثر عذاب القبر من البول