ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৩৩
ঋতুবতী মহিলা ও যৌনতাপ্রসূত নাপাক ব্যক্তি কুরআন পাঠ করবে না
(২৩৩) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ঋতুবতী মহিলা ও জানাবাত-গ্রস্ত নাপাক ব্যক্তি কুরআন থেকে কিছুই পাঠ করবে না।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: لا تقرأ الحائض ولا الجنب شيئا من القرآن

হাদীসের ব্যাখ্যা:

আহমাদ, বাইহাকি ও দারাকুতনি আলী রা. থেকে অনুরূপ মতামত সঙ্কলিত করেছেন। দারাকুতনি আলী রা.র এই মতামতের সনদ সহীহ বলে উল্লেখ করেছেন। দারাকুতনি এই অর্থে একটি হাদীস ইবন আব্বাস থেকে আব্দুল্লাহ ইবন রাওয়াহা থেকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে সঙ্কলিত করেছেন । এই হাদীসটির সনদ গ্রহণযোগ্য বলে তিনি উল্লেখ করেছেন ।
পরবর্তী যুগের রাবী ইসমাঈল ইবন আইয়াশ (মৃ. ১৮২ হি.) স্মৃতিশক্তির দুর্বলতার কারণে হাদীস ঠিকমত মনে রাখতে পারতেন না। তিনি ভুলবশত উমারের কথাকে উমার থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণনা করেছেন। যাইলায়ি, নাসবুর রায়াহ ১/১৯৫। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৩ | মুসলিম বাংলা