ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২২৭
মাসিক ঋতুস্রাবের সর্বনিম্ন ও সর্বাধিক সময়কাল
(২২৭) তাবি’-তাবিয়ি ওয়াকী' ইবনুল জাব্বাহ (১৯৭ হি.) বলেন, হায়িয বা ঋতুস্রাব হল, তিন থেকে দশদিন। এর বেশী হলে তা অসুস্থতাজনিত রক্তস্রাব বলে গণ্য হবে।
قال وكيع: الحيض ثلاث إلى عشر فما زاد فهي مستحاضة

হাদীসের ব্যাখ্যা:

সাহাবি আনাস রা. ও তাবি’-তাবিয়ি ওয়াকী থেকে বর্ণিত তাদের এই মত দুইটির সনদে দুর্বলতা আছে বলে বাইহাকি উল্লেখ করেছেন । অপরদিকে ইবনুত তুরকমানি বর্ণনা দুইটির সনদ শক্তিশালী বলে মতপ্রকাশ করেছেন।
দারিমি অনুরূপ মত তাবিয়ি হাসান বসরি ও তাবিয়ি সায়ীদ ইবন জুবাইর থেকে বর্ণনা করেছেন। এভাবে দেখা যাচ্ছে যে, এই মতটির পক্ষে সাহাবি, তাবিয়ি ও তাবি’-তাবিয়িগণ থেকে বিভিন্ন বর্ণনা রয়েছে, যা এর গ্রহণযোগ্যতা প্রমাণিত করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৭ | মুসলিম বাংলা