ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২০৯
পানি থেকে কত দূরে থাকলে তায়াম্মুম করা বৈধ হবে
(২০৯) ইবন উমার রা. বলেন, আমি দেখেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) (মদীনার উপকণ্ঠে) 'মারবিদুন নাআম' নামক স্থানে তায়াম্মুম করেছেন, যে স্থান থেকে তিনি মদীনার বাড়িঘর দেখতে পাচ্ছিলেন।
عن ابن عمر رضي الله عنه قال: رأيت النبي صلى الله عليه وسلم تيمم بموضع يقال له مربد النعم وهو يرى بيوت المدينة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০৯ | মুসলিম বাংলা