ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২০০
ফরয গোসলের জন্য তায়াম্মুম
(২০০) ইমরান ইবন হুসাইন রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দেখতে পান যে, একব্যক্তি সমবেত মানুষদের সাথে সালাত আদায় না করে বিচ্ছিন্ন হয়ে সরে রয়েছে। তিনি বলেন, হে অমুক, কী অসুবিধার জন্য তুমি সমবেত মানুষদের সাথে সালাত আদায় করলে না? লোকটি বলে, হে আল্লাহর রাসূল, আমি যৌনতা-জানিত নাপাকির মধ্যে নিপতিত হয়েছি, কিন্তু গোসলের কোনো পানি নেই। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমার দায়িত্ব হল ভূপৃষ্ঠ গ্রহণ করা (তায়াম্মুম করা); এটাই তোমার জন্য যথেষ্ট ।
عن عمران بن حصين رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا معتزلا لم يصل في القوم فقال: يا فلان ما منعك أن تصلي في القوم؟ فقال: يا رسول الله أصابتني جنابة ولا ماء قال: عليك بالصعيد فإنه يكفيك.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২০০ | মুসলিম বাংলা