ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৯৮
ভূপৃষ্ঠ মুমিনের জন্য পবিত্রকারী
(১৯৮) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সকল যমিন আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং যমিনের মাটিকে আমাদের জন্য পবিত্রকারী বানিয়ে দেওয়া হয়েছে, যদি আমরা পানি না পাই । (মুসলিম) ।
عن حذيفة رضي الله عنه مرفوعا: جعلت لنا الأرض كلها مسجدا وجعلت تربتها لنا طهورا إذا لم تجد الماء.
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, হুযাইফার হাদীসের অর্থ সম্ভবত ভূপৃষ্ঠের যে সকল বিষয় দিয়ে তায়াম্মুম করা বৈধ তার প্রধান দ্রব্যের নাম উল্লেখ করা । এই হাদীসের অর্থ এই নয় যে, মাটি ছাড়া অন্য কোনো দ্রব্য দিয়ে তায়াম্মুম বৈধ নয় ।*
* জাবির ও আনাস রা. বর্ণিত হাদীস দুইটি থেকে বোঝা যায় যে, ভূপৃষ্ঠের সব কিছুই পবিত্রকারী বা তায়াম্মুম করার উপযোগী। আর হুযাইফা রা.র হাদীস থেকে বোঝা যায় যে, শুধুমাত্র মাটিই পবিত্রকারী ও তায়াম্মুমের উপযোগী । তিনটি হাদীসের সমন্বিত অর্থ হল ভূপৃষ্ঠের মাটি, বালি, পাথর, চুন ইত্যাদি সবকিছু দিয়েই তায়াম্মুম বৈধ। তবে মাটিই প্রধান। (অনুবাদক)
* জাবির ও আনাস রা. বর্ণিত হাদীস দুইটি থেকে বোঝা যায় যে, ভূপৃষ্ঠের সব কিছুই পবিত্রকারী বা তায়াম্মুম করার উপযোগী। আর হুযাইফা রা.র হাদীস থেকে বোঝা যায় যে, শুধুমাত্র মাটিই পবিত্রকারী ও তায়াম্মুমের উপযোগী । তিনটি হাদীসের সমন্বিত অর্থ হল ভূপৃষ্ঠের মাটি, বালি, পাথর, চুন ইত্যাদি সবকিছু দিয়েই তায়াম্মুম বৈধ। তবে মাটিই প্রধান। (অনুবাদক)
