ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৯৬
ভূপৃষ্ঠ মুমিনের জন্য পবিত্রকারী
(১৯৬) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাকে পাঁচটি বিষয় প্রদান করা হয়েছে, যা আমার পূর্বে অন্য কাউকে দেওয়া হয় নি । (এগুলির মধ্যে তিনি বলেছেন), আমার জন্য যমিনকে মসজিদ ও পবিত্রকারী বানিয়ে দেওয়া হয়েছে।
عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: أعطيت خمسا لم يعطهن أحد قبلي وفيه: وجعلت لي الأرض مسجدا وطهورا.
