ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৭৮
কুকুরের ঝুটা
(১৭৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দেয় বা পান করে তাহলে সে যেন সেই পাত্রটিকে সাতবার ধোয়।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا شرب الكلب في إناء أحدكم فليغسله سبعا... أولاهن بالتراب. وفي لفظ: وعفروة الثامنة في التراب
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, সাতবার ধোয়া। প্রথম অথবা অষ্টম বারে মাটি দিয়ে ধোয়া- এগুলো মুসতাহাব। মূল ওয়াজিব হল তিনবার ধোয়া। হাদীসের বর্ণনাকারী সাহাবি আবু হুরাইরা রা. থেকে দারাকুতনি সহীহ সনদে বর্ণনা করেছেন যে, তিনি তিনবার ধোয়ার ফাতওয়া২ দিয়েছেন। বাইহাকি এই অর্থে একটি মারফূ' হাদীসও উল্লেখ করেছেন ।
[গ্রন্থকারের ইঙ্গিতকৃত আবু হুরাইরা রা.র ফাতওয়া হল: ** (পাত্রে যদি কুকুর মুখ দেয় তা ঢেলে দাও এবং পাত্র তিনবার ধৌত করো)। সুনান দারাকুতনি, হাদীস-১৯৬, ১৯৭; বাইহাকি, মা'রিফাতুস সুনান, হাদীস-১৭৪৩, ১৭৪৪। -সম্পাদক]
[গ্রন্থকারের ইঙ্গিতকৃত আবু হুরাইরা রা.র ফাতওয়া হল: ** (পাত্রে যদি কুকুর মুখ দেয় তা ঢেলে দাও এবং পাত্র তিনবার ধৌত করো)। সুনান দারাকুতনি, হাদীস-১৯৬, ১৯৭; বাইহাকি, মা'রিফাতুস সুনান, হাদীস-১৭৪৩, ১৭৪৪। -সম্পাদক]
