ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৭০
সমুদ্রের পানি পবিত্র ও তার মৃত হালাল
(১৭০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে সমুদ্রের পানি দিয়ে ওযু করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সমুদ্রের পানি পবিত্র ও সমুদ্রের মৃত হালাল ।
عن أبي هريرة رضي الله عنه في التوضي من ماء البحر رفعه: هو الطهور ماؤة الحل ميتته.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৭০ | মুসলিম বাংলা