ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৬৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ফরয, সুন্নত ও মুসতাহাব গোসল সমূহ
(১৬৭) সামুরা ইবন জুনদাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ জুমুআর দিনে ওযু করে তাহলে তাতেই চলবে এবং তা সুন্দর কর্ম বলে বিবেচিত হবে। আর যদি কেউ গোসল করে তাহলে তা উত্তম হবে ।
كتاب الطهارة
عن سمرة بن جندب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من توضأ يوم الجمعة فبها ونعمت ومن اغتسل فالغسل أفضل.
tahqiqতাহকীক:তাহকীক চলমান