ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৪৯
দুইবার দৈহিক মিলনের মাঝে ওযু করা মুসতাহাব
(১৪৯) আবু সায়ীদ খুদরি রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে পুনরায় মিলনের ইচ্ছা করে, তাহলে সে যেন মাঝে ওযু করে। (হাদীসটি মুসলিম সঙ্কলিত করেছেন । হাকিমের বর্ণনায় অতিরিক্ত একটি বাক্য রয়েছে। এই বর্ণনায় তিনি বলেছেন, ‘এভাবে ওযু করা পুনরাবৃত্তির জন্য অধিক উদ্দীপনা সৃষ্টিকারী’) ।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: إذا أتى أحدكم أهله ثم أراد أن يعود فليتوضأ بينهما... فإنه أنشط للعود
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৯ | মুসলিম বাংলা