ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১২৩
সালাতের মধ্যে সশব্দে হাসি ওযু নষ্ট করে
(১২৩) জাবির রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ সালাতের মধ্যে সশব্দে হাসে তাহলে তাকে ওযু করতে হবে ও পুনরায় সালাত আদায় করতে হবে। আর যদি সে মুচকি হাসে তাহলে কোনো কিছুই করতে হবে না।
عن جابر رضي الله عنه مرفوعا: إذا ضحك الرجل في صلاته فعليه الوضوء والصلاة وإذا تبسم فلا شيء عليه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৩ | মুসলিম বাংলা