ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১১২
অপবিত্র হলে ওযু না করা পর্যন্ত সালাত হবে না
(১১২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি পেটের মধ্যে কোনো কিছু অনুভব করে, কিন্তু বায়ু নির্গত হয়েছে কিনা তা বুঝতে না পারে তাহলে সে যেন গন্ধ অনুভব করা বা শব্দ শোনা ছাড়া মসজিদ থেকে বের না হয় (মুসলিম)।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا وجد أحدكم في بطنه شيئا فأشكل عليه أخرج منه شيء أم لا فلا يخرجن من المسجد حتى يسمع
صوتا أو يجد ريحا.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১১২ | মুসলিম বাংলা