ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১১০
ওযুর পরে যা বলতে হবে
(১১০) উমার রা.র অন্য বর্ণনায় ওযুর পরের দুআর শেষে নিম্নের বাক্যটি অতিরিক্ত রয়েছে: 'হে আল্লাহ, আমাকে তাওবাকারীগণের অন্তর্ভুক্ত করে দিন এবং আমাকে পরিপূর্ণ পবিত্রতা অর্জনকারীগণের অন্তর্ভুক্ত করে দিন'।
عن عمر رضي الله عنه مرفوعا وزاد فيه: اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين.
