আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬২- চিকিৎসা - তদবীরের অধ্যায়
হাদীস নং: ৫৩৪২
আন্তর্জাতিক নং: ৫৭৫৩
৩০৪৪. পশু-পাখি তাড়িয়ে শুভ-অশুভ নির্ণয়
৫৩৪২। ‘আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... ইবনে ‘উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ছোঁয়াচে ও শুভ-অশুভ বলতে কিছু নেই। অমঙ্গল তিন বস্তুর মধ্যে - নারী ঘর ও জানোয়ার বিশিষের মধ্যে।[১]
[১] হাদীসের এ ভাষ্য সাধারণ নারী জাতির ক্ষেত্রে প্রযোজ্য নয়; বরং বিশেষ প্রকৃতির নারীর ক্ষেত্রে প্রযোজ্য।
[১] হাদীসের এ ভাষ্য সাধারণ নারী জাতির ক্ষেত্রে প্রযোজ্য নয়; বরং বিশেষ প্রকৃতির নারীর ক্ষেত্রে প্রযোজ্য।
باب الطِّيَرَةِ
5753 - حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ، وَالشُّؤْمُ فِي ثَلاَثٍ: فِي المَرْأَةِ، وَالدَّارِ، وَالدَّابَّةِ "
হাদীসের ব্যাখ্যা:
প্রাগুক্ত।
