ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৯৭
ওযু ও গোসলের জন্য কী পরিমাণ পানি যথেষ্ট
(৯৭) তাবি’-তাবিয়ি মুসা আল জুহানি থেকে বর্ণিত, তাবিয়ি মুজাহিদের নিকট একটি পাত্র আনয়ন করা হয়। আমি আন্দায করে দেখলাম তাতে ৮ রতল (প্রায় ৪ লিটার) পানি ধরে। মুজাহিদ আমাকে বলেন, আয়িশা রা. আমাকে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এই প্রকার পাত্রে (পানি রেখে) গোসল করতেন। (নাসায়ি সহীহ সনদে)।
عن موسى الجهني قال: أتي مجاهد يقدح حزرثة ثمانية أرطال فقال: حدثتني عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان
يغتسل بمثل هذا.
يغتسل بمثل هذا.
হাদীসের ব্যাখ্যা:
৯৫ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
.
