ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৯৩
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
কান মাসাহ করার বিবরণ
(৯৩) আব্দুল্লাহ ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুইকান মাথার অন্তর্গত।
كتاب الطهارة
عن عبد الله بن زيد رضي الله عنه مرفوعا: الأذنان من الرأس.
tahqiqতাহকীক:তাহকীক চলমান