ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ৬৬
দয়াশীলগণকে দয়াময় দয়া করেন
(৬৬) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দয়াশীলগণকে দয়াময় দয়া করেন। পৃথিবীতে যারা রয়েছে তাদেরকে তোমরা দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন ।
عن عبد الله بن عمرو رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء.
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এই হাদীসটি 'পরম্পরায় প্রথম বর্ণিত' হাদীস হিসাবে প্রসিদ্ধ । আমিও এই হাদীসটি প্রকৃতরূপেই ‘পরম্পরায় সর্বপ্রথম’ হিসাবে বর্ণনা করছি। (অর্থাৎ এই হাদীসটি আমি আমার উস্তায থেকে সর্বপ্রথম শিক্ষা করেছি এবং এভাবে হাদীসের সকল বর্ণনাকারী তার উস্তায থেকে সর্বপ্রথম এই হাদীসটি শিক্ষা করেছেন)।
