ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৩৮
জাহান্নামের কথা
(৩৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের উত্তাপের সত্তর ভাগের একভাগ (মুসলিম)।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ناركم هذه جزء من سبعين جزءا من حر (تار) جهنم.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার হাদীসটি শুধুমাত্র সহীহ মুসলিমে সঙ্কলিত বলে উল্লেখ করেছেন। তবে হাদীসটি সহীহ বুখারিতেও সঙ্কলিত। দেখুন: কিতাবু বাদয়িল খালক, বাবু সিফাতিন নার, সহীহুল বুখারি ৩/১১৯১ [হাদীস নং-৩২৬৫)। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৮ | মুসলিম বাংলা