ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ৩৬
ফিতনা থেকে পলায়ন
(৩৬) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শেষ যুগে অনেক মিথ্যাবাদী ধোঁকাবাজের আবির্ভাব ঘটবে, যারা তোমাদের কাছে এমন সব হাদীস নিয়ে আসবে, যা তোমরা এবং তোমাদের পিতা-পিতামহগণ কখনো শুনেন নি (তারা মিথ্যা ও বানোয়াট হাদীস বা নব-উদ্ভাবিত মতামত ও কর্মকাণ্ড প্রচার করবে, যেগুলো প্রথম যুগের মুসলিমগণের মধ্যে ছিল না)। খবরদার! তোমরা এদের থেকে দূরে থাকবে এবং আত্মরক্ষা করবে। তারা যেন কোনোভাবে তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে এবং ফিতনার মধ্যে ফেলতে না পারে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم
وإياهم لا يضلونكم ولا يفتنونكم.
وإياهم لا يضلونكم ولا يفتنونكم.
