ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৩৩
বিদআত বিষয়ক আলোচনা
(৩৩) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, মুসলিমগণ** যা ভালো মনে করবেন তা আল্লাহর নিকটেও ভালো। আর তারা যাকে খারাপ মনে করবেন তা আল্লাহর নিকেটেও খারাপ।
عن عبد الله بن مسعود رضي الله عنه أنه قال: ما رأى المسلمون حسنا فهو عند الله حسن وما رأوا سيئا فهو عند الله سيئ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৩ | মুসলিম বাংলা