ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৩১
বিদআত বিষয়ক আলোচনা
(৩১) ইরবাদ ইবন সারিয়া রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খবরদার! তোমরা নব-উদ্ভাবিত বিষয়াবলি থেকে আত্মরক্ষা করবে; কারণ নব-উদ্ভাবিত বিষয়াবলি বিভ্রান্তি।
عن العرباض بن سارية رضي الله عنه مرفوعا: وإياكم ومحدثات الأمور فإنها ضلالة.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, যদি উদ্ভাবিত কোনো বিষয় শরীআত বহির্ভূত না হয় এবং শরীআতের মধ্যে এর মূল নির্দেশ থেকে থাকে তাহলে তা নিষিদ্ধ হবে না । নিম্নের হাদীস থেকে তা বোঝা যায় ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩১ | মুসলিম বাংলা