ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ৮
খুলাফায়ে রাশিদ্বীনের সুন্নত
(৮) ইবন জুমহান নামক তাবিয়ি সাহাবি সাফীনাহ রা. থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের মধ্যে খিলাফত ৩০ বছর স্থায়ী হবে। এরপর রাজত্ব। ইবন জুমহান বলেন, এরপর সাফীনাহ রা. আমাকে বলেন, তুমি আবু বাকর রা.র খিলাফত, উমার রা.র খিলাফত, উসমান রা.র খিলাফত ধরো (হিসাব করো); এরপর বলেন, তুমি আলী রা.র খিলাফত ধরো (হিসাব করো)। ইবন জুমহান বলেন, আমরা হিসাব করে দেখলাম, তাদের খিলাফত কাল ৩০ বছর। (তিরমিযি । তিনি হাদীটিকে হাসান বলেছেন। ইমাম আহমাদ হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন)।
عن ابن جمهان عن سفينة رضي الله عنه مرفوعا: الخلافة في أمتي ثلاثون سنة ثم ملك بعد ذلك. قال ابن جمهان: ثم قال لي سفينة أمسك خلافة أبي بكر ثم قال وخلافة عمر وخلافة عثمان ثم قال لي أمسك خلافة
علي قال ابن جمهان: فوجدناها ثلاثين سنة
علي قال ابن جمهان: فوجدناها ثلاثين سنة
