মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২৮. কিয়ামতের আলামত ও জান্নাতের গুণাবলী অধ্যায়

হাদীস নং: ৫২১
কিয়ামত ও জান্নাতের গুণাবলী অধ্যায়
হাদীস নং- ৫২১

হযরত উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন হবে অনুতাপ ও অনুশোচনার দিন।
عَنْ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ يَوْمَ الْقِيَامَةِ ذُو حَسْرَةٍ وَنَدَامَةٍ»

হাদীসের ব্যাখ্যা:

নবী করীম (সা)-এর বাণীদ্বারা মূলত আল্লাহ্পাকের এ আয়াতের ব্যাখ্যা করা হয়েছঃ وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ (আপনি তাদেরকে অনুতাপের দিন সম্পর্কে (কিয়ামতের দিন) ভয় প্রদর্শন করুন। যখন সিদ্ধান্ত প্রদান করা হয়ে যাবে।) প্রকৃতপক্ষে কিয়ামতের দিন কাফির-মুশরিক এবং উম্মতে মুহাম্মদিয়ার ফাসিক, ফাজির ও বদকার স্বীয় পূর্ববর্তী পাপ ও অন্যায় কাজকর্মের জন্য অনুতাপ করতে থাকবে, অনুতপ্ত ও লজ্জিত হবে, দুঃখ ও কষ্টে হাত কামড়াবে। কিন্তু কিছুই করতে পারবে না। এরূপ অনুতাপ যদিও বেহেশতাবাদীদেরও হবে কিন্তু তা হবে অন্য পদ্ধতিতে এবং অন্য প্রকারে। তিবরানী ও বায়হাকীতে হযরত মাআয (রা) থেকে বর্ণিত আছে : ليس تحمل أهل الجنة يوم القيامة إلا على ساعة مرت بهم ولم يذكر الله فيها “কিয়ামতের দিন বেহেশতবাসীগণ কোন বস্তুর জন্যই অনুতাপ করবেন না, তবে ঐ মুহূর্তের জন্য যা (দুনিয়াতে) অতিবাহিত করেছেন কিন্তু সে সময় আল্লাহর যিকির করেননি। এটা মূলত অনুতাপ ও অনুশোচনা নয়, বরং অধিক পুরস্কার ও সওয়াব লাভের কামনা ও বাসনা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান