মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২৭. অসীয়ত ও ফারাইযের বর্ণনা

হাদীস নং: ৫১৭
অসীয়ত ও ফারাইয়ের বর্ণনা
হাদীস নং-৫১৭

হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা মীরাসের নির্ধারিত অংশ এর হকদারকে প্রদান কর এবং যা অতিরিক্ত থাকে, তা নিকট-আত্মীয়কে (আসাবা হিসেবে, প্রাপ্ত বয়স্ক হোক অথবা অপ্রাপ্ত) দিয়ে দাও।
عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا بَقِيَ فَهُوَ لِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ»

হাদীসের ব্যাখ্যা:

আসহাবুল ফুরুয ঐ সমস্ত নিকট-আত্মীয়, যাদের অংশ নির্ধারিত এবং কুরআন ও হাদীসে যাদের কথা উল্লেখ করা হয়েছে। এ অংশ হলো ৬টি : ১/২, ১/৩, ১/৮, ২/৩, ১/৪,এবং ১/৬। এগুলোর হকদার হলো- মা, বাবা, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন, এরা সংখ্যায় বারো, চারজন পুরুষ এবং আটজন নারী। এর থেকে উদ্বৃত্ত অংশ আসাবাগণ পেয়ে থাকে।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৫১৭ | মুসলিম বাংলা