মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২৭. অসীয়ত ও ফারাইযের বর্ণনা

হাদীস নং: ৫১৫
অসীয়ত ও ফারাইয়ের বর্ণনা
হাদীস নং- ৫১৫

হযরত সাআদ ইব্ন আবী ওয়াক্কাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার অসুস্থতার সময় আমাকে দেখার জন্য আগমণ করেন। তখন আমি আরয করলাম, হে আল্লাহর রাসূল! আমি আমার সমস্ত মাল ও সম্পদ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওসীয়ত করতে চাই। তিনি বললেন না। আমি বললাম, তা হলে এর অর্ধেক। তিনি বললেন না। আমি বললাম, তাহলে এক তৃতীয়াংশ। তিনি বললেনঃ এক-তৃতীয়াংশও অনেক। স্বীয় পরিবারবর্গকে এ অবস্থায় ত্যাগ করে যেও না, যাতে তারা মানুষের কাছে হাত পেতে বেড়ায়।
অপর এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ) সাআদ ইব্ন আবী ওয়াক্কাস (রাযিঃ)-এর অসুস্থতার সময় তাকে দেখার জন্য তাঁর নিকট গমন করেন। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি তসীয়ত করেছ? হযরত সাআদ (রাযিঃ) বলেন, জ্বি হ্যাঁ! আমি আমার সমস্ত সম্পদ অসীয়ত করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বারবার এর পরিমাণ হ্রাস করতে থাকেন। অবশেষে হযরত সাআদ (রাযিঃ) এক-তৃতীয়াংশের কথা বললেন। তখন নবী করীম (ﷺ) বললেনঃ এক-তৃতীয়াংশও অধিক।
অন্য এক রিওয়ায়েতে আছে, হযরত সাআদ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার অনুস্থতার কারণে আমাকে দেখার জন্য আগমণ করেন। আমি আরয করলাম, হে আল্লাহর রাসূল। আমি আমার সম্পূর্ণ সম্পদ ওসীয়ত করে যাচ্ছি। তিনি বললেন না। আমি তখন বললাম, তাহলে অর্ধেক। তিনি বললেন না। আমি পুনরায় বললাম, তাহলে এক-তৃতীয়াংশ। তিনি বললেনঃ এক-তৃতীয়াংশ, তবে এটাও অধিক। কেননা তোমার পরিবারবর্গকে সম্পদশালী রেখে যাওয়া উত্তম এর থেকে যে, তুমি তাদেরকে দরিদ্র রেখে যাবে এবং তারা লোকজনের কাছে সাহায্যের জন্য হাত প্রসারিত করবে।
عَنْ عَطَاءٍ، عَنْ أَبِيْهِ، عَنْ سَعْدِ بْنِ أَبِيْ وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُوْدُنِيْ فِيْ مَرَضِيْ، قُلْتُ: يَا رَسُوْلَ اللهِ! أُوْصِيْ بِمَالِيْ كُلِّهِ؟ قَالَ: «لَا»، قُلْتُ: فَنِصْفُهُ؟ قَالَ: «لَا»، قُلْتُ: فَثُلُثُهُ؟ قَالَ: «وَالثُّلُثُ كَثِيْرٌ، لَا تَدَعْ أَهْلَكَ يَتَكَفَّفُوْنَ النَّاسَ».
وَفِيْ رِوَايَةٍ: أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى سَعْدٍ يَعُوْدُهُ، قَالَ: «أَوْصَيْتَ»؟ قَالَ: نَعَمْ، أَوْصَيْتُ بِمَالِيْ كُلِّهِ، فَلَمْ يَزَلْ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَاقِصُهُ، حَتَّى قَالَ: «الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيْرٌ».
وَفِيْ رِوَايَةٍ: عَنْ عَطَاءٍ، عَنْ أَبِيْهِ، عَنْ جَدِّهِ، عَنْ سَعْدٍ، قَالَ: دَخَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُوْدُنِيْ، فَقُلْتُ: يَا رَسُوْلَ اللهِ! أُوْصِيْ بِمَالِيْ كُلِّهِ؟ قَالَ: «لَا»، قُلْتُ: فَبِالنِّصْفِ؟ قَالَ: «لَا»، قُلْتُ: فَبِالثُّلُثِ؟ قَالَ: «فَبِالثُّلُثِ وَالثُّلُثُ كَثِيْرٌ، إِنْ تَدَعْ أَهْلَكَ بِخَيْرٍ، خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً، وَيَتَكَفَّفُوْنَ النَّاسَ»

হাদীসের ব্যাখ্যা:

বর্ণিত হাদীসের দ্বারা প্রতীয়মান হয় যে, এক-তৃতীয়াংশ মাল পর্যন্ত ওসীয়ত করা জায়েয, এর চেয়ে বেশি জায়েয নয়। হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, এর চেয়ে কম করা উচিত এবং আঁ হযরত (সা)-এর উপরোক্ত বাণী দলীল হিসেবে পেশ করে বলেন, এখানে তিনি বলেছেন: الثلث كثير (এক-তৃতীয়াংশও অনেক)। সুতরাং এক দল এই মত অনুসরণ করেন। অন্য দল বলেন, এক-তৃতীয়াংশের কম না করা উচিত। কেননা যদি ওসীয়ত এক-তৃতীয়াংশের কম করা নফল হিসেবেও জায়েয হতো, তাহলে তিনি হযরত সাআদ (রা)-কে এক-তৃতীয়াংশের কম করার কথা বলতেন। বায়হাকী তাঁর সুনানে হযরত ইব্ন উমর (রা) থেকে একই অর্থের হাদীস বর্ণনা করেন, হযরত উমর (রা) বলেছেন: ওসীয়ত এক-তৃতীয়াংশ একটি মধ্যম অংশ, তাই এর চেয়ে কম বা বেশি হওয়া উচিত নয়।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৫১৫ | মুসলিম বাংলা